রাস্তা দিয়ে হাটছিলো বস্তির ছেলে একদল,
দেখে তাদের শহুরেদের মাঝে যেন নেমে এল ঘৃণার ঢল।
তাদের একজনের কথা বলি সারা গায়ে ধূলি বাপ তার কুলি,
আমি তার সাথে চলি আমি তার কথা বলি।
বলে সে বাস্তুহারা বস্তির ছেলে,
কেউ না তার সাথে খেলে।
তবু আমি বন্ধু হয়ে থাকব সাথে তার,
চলে যাও জাগে ইচ্ছে যার।
দিয়ে যাচ্ছি আবাস বস্তিতে হোক তার বাস,
আমি ছেড়ে যাব না কখনো তার পাশ।
বস্তির ছেলে সে আমার আত্মীয় যেন,
তবে তাকে ছেড়ে আমি যাব কেন?
তাছাড়া বলে গেছেন মোহাম্মদ আর যিশু,
সবে সমান তুমি আমি কিংবা পথশিশু।
তবে কেন বলে কুৎসিত কালো তারে ঘৃণা ঢালো,
এবার না হয় ভালবেসে তারে লয়ে পথ চলো।
এসো মিলে থাকি বেশ যেন থাকে তার রেশ,
সবে মিলে গড়ি সাম্যের স্বদেশ।
যদিও ব্যক্তি ক্ষুদ্র তথাপি আমি ভদ্র, কি বিশ্বাস হচ্ছে না বুঝি? ব্যবহারই বলবে আমি বামুন না শুদ্র।