Leave a Comment:
1 comment

কৃষক বলে চাই আমি আমার ফসলের ন্যায্য দাম,
নইলে আমি আর ঝরাবো না মাথার ঘাম।
শ্রমিক বলে চাই আমি শ্রমের যথাযথ মূল্য,
আমার শ্রম তো কঠোর শ্রমের তুল্য।
ছাত্র বলে চাই আমি সিলেবাসে পড়া কম,
এইটুকু পড়তেই তো বেরিয়ে যায় দম।
রোগী বলে চাই স্রষ্ঠার কাছে নীরোগ সুস্থ দেহ,
যেন সমাজ বোঝা মনে না করে আমায় কেহ।
পারছি না আর সমাজে থাকতে এভাবে দাঁড়িয়ে,
শিক্ষক বলে তাই বেতন দাও এবার আমায় বাড়িয়ে।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী চায় তার নিশ্চিত জয়,
প্রয়োজনে ঘটুক তার অর্থসম্পদের বিশাল ক্ষয়।
প্রেমিক চায় প্রেমিকার সহিত রঙ্গ চির সঙ্গ,
নইলে যে তার হয়ে যাবে লালিত স্বপ্ন ভঙ্গ।
ব্যবসায়ী বলে দয়াল দাও মোরে ব্যবসায় লাভ,
কথা দিলাম তবে খোলে দিব আমি দান ক্লাব।
কবি বলে আর কত আমি আঁকবো বেদনার ছবি,
দয়াল এবার না হয় উঠাও সাফল্য রবি।
ভূমিহীন বলে দয়ামর প্রভু দয়ার সাগর তুমি,
এবার না হয় দাও মোরে একখন্ড ভূমি।
মা বলে চাই আমার সন্তান হোক তাজা,
চাই আমি সে হোক একালের রাজা।
আর আমি চাই যাবতীয় অহংকার যাক হয়ে চূর্ণ,
সকলের মনঃকামনা হোক স্রষ্ঠা দ্বারা পূর্ণ।
যদিও ব্যক্তি ক্ষুদ্র তথাপি আমি ভদ্র, কি বিশ্বাস হচ্ছে না বুঝি? ব্যবহারই বলবে আমি বামুন না শুদ্র।