আজ এক-একদিন পর রিক্সা ঘণ্টা চুক্তিতে ভাড়া করে ঘুরলাম, কিন্তু ১২টার আগেই শেষ করতে হল – বেটা দারওয়ান ইদানীং খুব ঝামেলা করছে। রাস্তায় জ্যাম ছিল না, চাঁদনী রাত ছিল। রাত আর একটু গভীর হলে একটু ভালো হত। আর এরকম রাত এ ল্যাম্পপোস্ট অ কেন চালু থাকতে হবে? মেয়র সাহেব বড্ড বে-রসিক।
উল্টো চিত্র দেখলাম। কত মানুষ রাস্তার দুপাশে ঘুমিয়ে আছে। আচ্ছা ওরা কি সবচেয়ে সুখি মানুষ। কিভাবে গাড়ির শব্দ আর ময়লার গন্ধের মাঝেও ঘুমিয়ে আছে। এই সুখ কি আমরা চাই? না একটু সিরিয়াস হয়ে যাচ্ছি মনে হয়… হয়ত এর মাঝেও একটা মাধুর্য আছে, কারণ ওই বিশাল বিল্ডিং-এর মানুষগুলো তো ঠাণ্ডা হাওয়া আর নরম বিছানায় ঘুমাতে পারছে না।
হাসতে ইচ্ছা করছে। আজ এমনিতেই আবার মনটা ফুরফুরে আছে। আমি বাজার করেছি। ভূনা খিচুড়ী আর মাংস খেতে হবে। একদিন না হয় Diet না ই করলাম।