কেউ বোঝে না, কেউ বোঝে না
লোকে চিন্তা গুলোর দাম বোঝে না।
কেউ বোঝে না কেউ বোঝে না
লোকে ভাবনা গুলোর দাম বোঝে না।
টাকার চেয়েও শান্তি আছে
আমার ছবি-তুলি-কালির মাঝে।
ওই আকাশের ওই তারাতে,
আলোকিত আলোর মাঝে।
তুমি খুঁজে পাবে একটি সুন্দর জীবন
একটি সুন্দর হাসি।
নতুন দিনের নতুন আবেশ,
নতুন ভবের নতুন সমাবেশ।
নতুনত্বের ডাকে যে দিল এই সত্তাগুণ,
যে জীবন দিল,
সে কর্তার গান শোন গান।