শ্রমিকেরা সারা দিন খাটে;
ঝরায় তাদের ঘাম
তবুও পায় না তারা
সঠিক শ্রমের দাম।
বড় বড় স্থাপনা
শ্রমিকের হাতে গড়া,
তবু আজ তারা মজুরি
না পেয়ে হয়েছে আধ-মরা।
কাজ করে তারা মজুরির জন্য
পায় না সঠিক বেতন,
ন্যায্য বেতন চাইতে গেলে
মালিক দেয় যে যাতন।
কর্মজীবী মানুষ ওরা
এই দেশেরই লোক,
সবসময় পাশে তাদের
থাকবো অপলক।
ইচ্ছা আছে অনেক কিছু হওয়া,কিন্তু মানুষের সব ইচ্ছাইতো পুরন হয় না,তবে এখন ইচ্ছাটা হলো ভালো একজন উদ্দ্যেগতা হওয়া,জানি না কতোটুকু সফল হবো।তবে মাঝে মাঝে লেখালেখি করতে প্রবল ইচ্ছা জাগে।ক্লাস সেভেন প্রথম কবিতা লিখি।