টাকা সকল সুখের মুল
কথাটা কিন্তু নয় ভুল
টাকা ছাড়া যায় না চলা
সবাই তোমায় করবে হেলা।
থাকে যদি তোমার পকেট ভর্তি টাকা
পেয়ে যাবে তুমি পুরো দুনিয়াটা।
কিন্তু টাকা তোমায় এনে দিতে পারবে না সম্মান
যদি তুমি মানুষকে দিতে না পারো প্রাপ্য মান।
টাকা তোমায় এনে দিতে পারবে না হারানো সময়
টাকার অসুখে ভুগবে তুমি, কাঁদবে সব সময়।
টাকায় পাবে বাড়ি-গাড়ি,পাবে সুন্দর নারী
কিন্তু হতে পারবে না সুন্দর চরিত্রের অধিকারী।
ইচ্ছা আছে অনেক কিছু হওয়া,কিন্তু মানুষের সব ইচ্ছাইতো পুরন হয় না,তবে এখন ইচ্ছাটা হলো ভালো একজন উদ্দ্যেগতা হওয়া,জানি না কতোটুকু সফল হবো।তবে মাঝে মাঝে লেখালেখি করতে প্রবল ইচ্ছা জাগে।ক্লাস সেভেন প্রথম কবিতা লিখি।