mayar bisshopur uwriter club

মায়ার বিশ্বপুর

এ বিশ্বকে আমি যেভাবে দেখি এ বিশ্ব মোটেও তা নয়,
এ বিশ্ব মায়াজাগতিকয়তায় ভরপুর।
এ বিশ্বকে আমি যেভাবে দেখি এ বিশ্ব মোটেও তা নয়,
এ বিশ্ব মহীয়সী ধারায় সঞ্চিত।

মুমূর্ষু মানুষের আর্তনাদের ডাক শুনে,
কষ্ট জাগে না মনে।
দেহমায়া খুঁজে আমরা,
আত্মার মায়াডাক ভুলে।

এ পৃথিবীর মানুষগুলো যখন নক্ষত্র,
মায়াহীন পৃথিবীর মানুষ কৃষ্ণবিবর এ ডুবে আছে।
ডুবন্ত-ঘুমন্ত শহরে ভোঁর না দেখা মানুষ যেমন,
অন্ধকারে আজ মনটা যেন কুচ-কুচে কালো।

জগতের সৃষ্টিকর্তার মায়া যে বোঝে না,
সে উন্মাদ কালো মানুষ।
যেন যেদিকে যায় মন,
শুধু সে দিকেই শুধু বাঁশি।

এ দিবস অসীমতার কালো শক্তি থেকে বেরোবার দিবস।
মহাবিশ্বের কালো অন্ধকার ভুলে,
মহাবিশ্বের নিদ্রাহীন আলোকে জাগানোর দিবস।
আকাশকে যারা দেখে না তারা নিঃসঙ্গ জীবনের অধিবাসী।

About the Author তানভীর এহসান

আমি লেখা-লেখির প্রয়াসী।

follow me on:

Leave a Comment: