এ বিশ্বকে আমি যেভাবে দেখি এ বিশ্ব মোটেও তা নয়,
এ বিশ্ব মায়াজাগতিকয়তায় ভরপুর।
এ বিশ্বকে আমি যেভাবে দেখি এ বিশ্ব মোটেও তা নয়,
এ বিশ্ব মহীয়সী ধারায় সঞ্চিত।
মুমূর্ষু মানুষের আর্তনাদের ডাক শুনে,
কষ্ট জাগে না মনে।
দেহমায়া খুঁজে আমরা,
আত্মার মায়াডাক ভুলে।
এ পৃথিবীর মানুষগুলো যখন নক্ষত্র,
মায়াহীন পৃথিবীর মানুষ কৃষ্ণবিবর এ ডুবে আছে।
ডুবন্ত-ঘুমন্ত শহরে ভোঁর না দেখা মানুষ যেমন,
অন্ধকারে আজ মনটা যেন কুচ-কুচে কালো।
জগতের সৃষ্টিকর্তার মায়া যে বোঝে না,
সে উন্মাদ কালো মানুষ।
যেন যেদিকে যায় মন,
শুধু সে দিকেই শুধু বাঁশি।
এ দিবস অসীমতার কালো শক্তি থেকে বেরোবার দিবস।
মহাবিশ্বের কালো অন্ধকার ভুলে,
মহাবিশ্বের নিদ্রাহীন আলোকে জাগানোর দিবস।
আকাশকে যারা দেখে না তারা নিঃসঙ্গ জীবনের অধিবাসী।