তুমি বড় অদ্ভুত,
বড়ই অদ্ভুদ তুমি কখনো কাঁদাও
কখনো বা হাসাও
কখনো ভালোবাসো
আবার কখনো ফাঁসাও।
সত্যি তুমি অদ্ভুত
তোমাকে বোঝা বড় দায়
আমি ভুগিতেছি সর্বদায় তোমার শূন্যতায়।
অদ্ভুত তোমার আচার-আচরণ
তুমি মানো না কোনো শাসন-বারণ
তোমাকে দেখে মনে হয় যেনো মুক্ত বনের পাখি
অদ্ভুত তোমার চোখ
যেনো মায়া বাড়ানো আঁখি।
আমি সব কিছু ভুলে যাই
দেখলে তোমার লাজুক রাঙ্গা মুখ
অদ্ভুত তোমার ওই মুখ দেখে ভুলে যাই আমি পৈশাচীক দুখ।
ইচ্ছা আছে অনেক কিছু হওয়া,কিন্তু মানুষের সব ইচ্ছাইতো পুরন হয় না,তবে এখন ইচ্ছাটা হলো ভালো একজন উদ্দ্যেগতা হওয়া,জানি না কতোটুকু সফল হবো।তবে মাঝে মাঝে লেখালেখি করতে প্রবল ইচ্ছা জাগে।ক্লাস সেভেন প্রথম কবিতা লিখি।